জনসম্পৃক্ততা

তিটি কমিউনিটি ক্লিনিকে ১ টি কমিউনিটি গ্রæপ ও ৩ টি কমিউনিটি সাপোর্ট গ্রæপ আছে কিন্তু তাদের সম্পৃত্ততা একরকম নয়। তাদের মধ্যে নানা সীমাবদ্ধতা পরিলক্ষিত হয়-যেমন কমিটিগুলি গঠন, পরিচালনা, সভায় উপস্থিতি, সভার কার্যবিবরণী ও পরবর্তী পদক্ষেপন গ্রহন, জনগনের সম্পৃক্ততা, জনগনের সম্পৃক্ততার মাধ্যমে উন্নত স্বাস্থ্য সেবা নিশ্চিতকরণ ইত্যাদি। কমিউনিটি গ্রæপ ও কমিউনিটি সাপোর্ট গ্রæপকে যথাযথভাবে প্রশিক্ষনের মাধ্যমে তাদের দায়িত্ব কর্তব্য বিষয়ে পুনর্জ্জীবিত করতে হবে এবং একই সাথে ¯^াস্থ্য সম্মত জীবন ব্যবস্থা, ¯^াস্থ্য সম্মত পরিবেশ সৃষ্টি এবং কমিউনিটি ক্লিনিকে সেবা গ্রহন বিষয়ে একটি সামাজিক আন্দোলন গড়ে তুলতে হবে।

ক্স আরসিএইচসিআইবি/সিবিএইচসি এর শুরু হতেই কমিউনিটি ক্লিনিক কার্যক্রমের সফল বাস্তবায়নের নিমিত্তে সরকারী-বেসরকারী সমš^য় এবং অংশীদারিত্বের বিষয় গুরুত্ব সহকারে বিবেচিত হয়েছে। অধিকাংশ বেসরকারী সংস্থা কমিউনিটি গ্রæপ, কমিউনিটি সাপোর্ট গ্রæপ ও স্থানীয় সরকার প্রতিনিধিদের মাধ্যমে জনসম্পৃক্ততায় সাহায্য করছে এবং কোন কোন সংস্থা প্রায়োগিক গবেষনা এবং পুষ্টি বিষয়ক কার্যক্রমে সাহায্য করছে (বিবিএফ ও অন্যান্য) । যে সকল বেসরকারী সংস্থা কমিউনিটি ক্লিনিক কার্যক্রমে সহযোগিতা প্রদানে আগ্রহী তারা সিবিএইচসি এর সাথে চুক্তি ¯^াক্ষর করে। প্রতিটি ইউনিয়ন পরিষদ পুরাতন ওয়ার্ডে প্রতিমাসে কমিউনিটি ক্লিনিক সহ ৮ টি স্থানে টিকাদান কর্মসূচীর আয়োজন করা হয়। কমিউনিটি ক্লিনিকে টিকাদান অধিবেশন শেষে কমিউনিটি মাইক্রোলেভেল পরিকল্পনা অনুষ্ঠিত হয়। এ সভাটি মূলত: ¯^াস্থ্য সহকারী, পরিবার পরিকল্পনা সহকারী এবং সিএইচসিপির মধ্যে তথ্যাদি বিনিময় এবং সমš^য়ের জন্য। কমিউনিটি ক্লিনিকে অনুষ্ঠেয় টিকাদান অধিবেশন স্যাটেলাইট ক্লিনিকের সাথে একীভ‚ত করা হয়েছে। কমিউনিটি মাইক্রোপ্লানিং সভা কমিউনিটি সাপোর্ট গ্রæপ এর ভ‚মিকা পালন আর ও জোরদার করবে।

ক্স গ্লোবাল এ্যফায়ার্স, কানাডা এর আর্থায়নে গৃহীত বাংলাদেশের মাতৃ, যৌন এবং প্রজনন ¯^াস্থ্য ও অধিকার কার্যক্রম ২ টি আন্তর্জাতিক সংস্থা (ইউনিসেফ ও ইউএনএসপি এ), ¯^াস্থ্য ও পরিবার কল্যাণ মন্ত্রণালয় ও অন্যান্য অংশীদার সমš^য়ে লক্ষ্যঅর্জনে পিছিয়ে থাকা কিছু এলাকায় (রাঙ্গামাটি, মৌলভীবাজার, সিরাজগঞ্জ, জামালপুর) ৫ বছর (২০১৭-২০২২) মেয়াদী কার্যক্রম বাস্তবায়িত হবে।

কার্যাবলী

  1. কমিউনিটি ক্লিনিকের সেবাদানকারী, তত্ত¡¡াবধায়ক, কমিউনিটি গ্রæপ, কমিউনিটি সাপোর্ট গ্রæপ, স্থানীয় সরকার প্রতিনিধিবৃন্দ, বেসরকারী সংস্থাসমূহ, বিদ্যালয়, ধর্মীয় প্রতিষ্ঠান ইত্যাদি এর মাধ্যমে জনগনের সম্পৃক্ততার জন্য ম্যানুয়েল প্রনয়ন করা হবে। এর লক্ষ্য হল জনগনের মধ্যে একটি ¯^াস্থ্য আন্দোলন গড়ে তোলা এবং উন্নত ¯^াস্থ্য সেবা প্রতিষ্ঠা করা।
  2. বিভিন্ন বিসিসি/আইইসি সামগ্রী প্রনয়ন এবং কমিউনিটি ক্লিনিকে যথেষ্ট পরিমানে সরবরাহ করা হবে যা সামাজিক আন্দোলন গড়ে তোলায় সহায়তা করবে।
  3. কমিউনিটি ক্লিনিকের সেবাদানকারী ও তত্ত¡াবধায়কগনকে এ বিষয়ে বিশদভাবে ধারনা দিতে হবে যাতে তারা সঠিকভাবে কার্যক্রমের হাল ধরতে পারেন।
  4. কমিউনিটি ক্লিনিকের সেবাদানকারী ও তত্ত¡¡াবধায়কগন কমিউনিটি গ্রæপ ও কমিউনিটি সাপোর্ট গ্রæপ এবং অন্যান্য সংশ্লিষ্টদের সামাজিক আন্দোলন বিষয়ে সম্যক ধারনা দিবেন যাতে আন্দোলন আরো বেগবান হয়।
  5. কমিউনিটি ক্লিনিকের কর্মীগনকে সামাজিক আন্দোলনের গতি পর্যানুসরন করতে হবে।
  6. কার্যক্রমের উপর আনুতোষ ভিত্তিক বহুমুখী ¯^াস্থ্য সেচ্ছা সেবকদের ব্যবস্থা রাখা হবে।
সর্বশেষ আপডেট: 2019-05-14 09:49:21