উপজাতীয় স্বাস্থ্য

২০১১ আদমশুমারী অনুযায়ী বাংলাদেশে ১৭ টি ক্ষুদ্র নৃগোষ্ঠীগত উপজাতীয় জনসংখ্যা : ১৫৮৬১৪১ জন যার অধিকাংশই ৩ পার্বত্য জেলা খাগড়াছড়ি, রাঙ্গামাটি ও বান্দরবনে বাস করে। এছাড়া অনেক সমতল এলাকার জেলাতে কিছু উপজাতীয় জনবসতি রয়েছে। বিভিন্ন প্রতিকূলতা-যেমন দূর্গম পাহাড়ী এলাকা, অনুন্নত যোগাযোগ, শিক্ষা, আর্থ-সামাজিক অবস্থা ও প্রচলিত বিশ্বাস ইত্যাদি কারণে বাংলাদেশ সরকার উপলব্ধি করেছে যে তাদের জন্য স্বাস্থ্য সেবা ও তাদের নিকট এর গ্রহনযোগ্যতা নিহ্নিত করা এবং এ জন্য সরকার অনেক উদ্যোগ গ্রহন করেছে। সিবিএইচসি অপারেশনাল প্লানে অবহেলিত ও দূর্গম এ জনপদের স্বাস্থ্য উন্নয়নে ভ্রাম্যমান মেডিকেল ক্যাম্প পরিচালনার উদ্যোগ নেওয়া হয়েছে। সংশ্লিষ্ট জেলার সিভিল সার্জনের নেতৃত্বে জেলাধীন বিভিন্ন দূর্গম এলাকার জনগনের নিকট প্রাথমিক স্বাস্থ্য (স্বাস্থ্য, পরিবার পরিকল্পনা ও পুষ্টি) সেবা পৌঁছে দেওয়ার লক্ষ্যে মোবাইল মেডিকেল ক্যাম্প পরিচালিত হবে। সিবিএইচসি কর্তৃক এ বিষয়ে অপারেশনাল প্লানে অনুমোদিত বাজেট অনুযায়ী প্রয়োজনীয় ব্যয় নির্বাহ করা হবে।

মোবাইল মেডিকেল টিম এর কাঠামো :

  • মেডিকেল অফিসার – ১ জন।
  • প্যারামেডিক – ১ জন।
  • স্বাস্থ্যসহকারী – ১ জন।
  • সহায়তাকারী – ২ জন।

প্রয়োজনীয় ঔষধ ও পরিবহন বাবদ ব্যয় সিবিএইচসি হতে বহন করা হবে।

এছাড়া ও আরও কিছু কার্যক্রম বাস্তবায়ন করা হবে :

 

  1. সেবাদানকারীদের উপজাতীয় জনগনের সেবার মানোন্নয়নে সচেতনতা ও দক্ষতা বৃদ্ধির জন্য সেমিনার/ওয়ার্কশপ এর আয়োজন।
  2. উপজাতীদের সংশ্লিষ্ট এলাকার সাধারন রোগ সম্পর্কে সচেতনতা ও দক্ষতা বৃদ্ধির জন্য বেসরকারী সংগঠনের কর্মী, ধর্মীয় নেতাবৃন্দ, স্থানীয় উপজাতীয় নেতৃবৃন্দ সমন্বয়ে আলোচনা করা।
  3. স্থানীয়দের উপযোগী বিসিসি সামগ্রী প্রনয়ন।
  4. সতেনতা বৃদ্ধির জন্য আন্ত:ব্যক্তিক যোগাযোগ জোরদারকরন।
সর্বশেষ আপডেট: 2019-05-14 10:03:09