ক্রয় ও সরবরাহ

  • প্রয়োজন এবং অনুমোদিত বাজেটের আলোকে ঔষধ, যন্ত্রপাতি, সরঞ্জামাদি, এমএসআর, স্বাভাবিক প্রসব পরিচালনায় প্রয়োজনীর যন্ত্রপাতি, আসবাবপত্র ইত্যাদি ক্রয় ও সরবরাহ।
  • সংশ্লিষ্ট স্বাস্থ্য প্রতিষ্ঠানকে পরিস্কার পরিচ্ছন্ন, নিরাপদ ও পরিবেশবান্ধব হিসেবে গড়ে জেলার লক্ষ্যে উপযোগী বর্জ্য ব্যবস্থাপনা নিশ্চিত করা।
  • যানবাহন : দীর্ঘদিন ব্যবহারের ফলে সিবিএইচসির বেশীরভাগ যানবাহনের অবস্থা খুবই নাজুক এবং প্রায়ই মেরামতের প্রয়োজনীয়তা দেখা দেয়। দেশব্যাপী এ বিশাল কর্মকান্ড পরিচালনায় কর্মরত বিপুল সংখ্যক কর্মকর্তা-লাইন ডাইরেক্টর, পিএম, ডিপিএম, টিও, এএও ও অন্যান্য কর্মীদের কার্যালয়ে নিয়মিত আসাযাওয়া ও মাঠ পরিদর্শনের জন্য কিছু নুতন যানবাহন ক্রয় করা আবশ্যক।
  • প্রধান কার্যালয়, বিভাগ, জেলা, উপজেলা ও সিসি এর জন্য প্রয়োজনীয় ষ্টেশনারী সামগ্রী ক্রয় ও সরবরাহ।
  • প্রিন্টিং সামগ্রী (রেজিষ্টার, ফরম্যাট, গ্রোথ মনিটরিং ও প্রমোশান কার্ড, আইইসি সামগ্রী ইত্যাদি) সংগ্রহ ও বিতরন।
  • লিফলেট, পোষ্টার, ব্রোসিওর, নিউজলেটার ইত্যাদি মুদ্রন ও সরবরাহ।
  • সংশ্লিষ্ট কর্তৃপক্ষ হতে কারিগরী সহায়তা সংগ্রহ।
  • গবেষনা, জরিপ, মূল্যায়ন।
সর্বশেষ আপডেট: 2019-05-14 09:18:01