আরবান (নগর) স্বাস্থ্য ও ট্রাইবাল (উপজাতীয়) স্বাস্থ্য

কার্যাবলী : আরবান (নগর) স্বাস্থ্য

  • উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা, সিভিল সার্জন, বিভাগীয় পরিচালক (স্বাস্থ্য) এবং পরিবার বিভাগীয় সমপর্যায়ের কর্মকর্তাবৃন্দ, সিটি কর্পোরেশন ও পৌর এলাকায় বিদ্যমান স্বাস্থ্য স্বাস্থ্য ও পরিবার কল্যাণ মন্ত্রনালয়াধীন এবং অন্যান্য সরকারী, বেসরকারী ও এনজিও কর্তৃক পরিচালিত স্বাস্থ্য প্রতিষ্ঠান সমূহের ভৌগলিক চিত্র তৈরীতে সিটি কর্পোরেশন ও পৌরসভা মেয়র এর স্বাস্থ্য বিভাগকে প্রয়োজনীয় সহায়তা করা।
  • প্রতিটি প্রতিষ্ঠানের জন্য একটি সুনির্দিষ্ট এলাকা চিহ্নিত করতে হবে এবং সংশ্লিষ্ট ঐ এলাকার জনগণকে বিনামূল্যে অত্যাবশ্যকীয় সেবা প্যাকেজ (ইএসপি) আওতাধীন সেবাসমূহ প্রদান করতে হবে।
  • বেসরকারী মেডিকেল কলেজ হাসপাতালের শতকরা ১০ ভাগ বিছানা বিনামূল্যে সেবা প্রদানের জন্য সংরক্ষিত রাখতে হবে।

কার্যাবলী : ট্রাইবাল (উপজাতীয়) স্বাস্থ্য

  • চট্টগ্রাম পার্বত্য অঞ্চলে ৩ টি জেলায় জেলা ভিত্তিক উপজাতীয় স্বাস্থ্য সেবা কৌশল প্রনয়ন করতে হবে।
  • পর্বত্য জেলা পরিষদ সমূহকে তাদের স্বাস্থ্য সেবা কৌশল বাস্তবায়নে সহযোগিতা করতে হবে।
  • সংশ্লিষ্ট সমতল এলাকায় বসবাসরত উপজাতীদেরউপজেলা ও জেলার স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা বিভাগীয় কর্মকর্তা-কর্মচারীদেরকে ট্রাইবাল (উপজাতীয়) স্বাস্থ্য সেবা কৌশল বাস্তবায়নে প্রয়োজনীয় সহযোগিতা প্রদান করতে হবে।
সর্বশেষ আপডেট: 2019-05-14 09:43:04