উপজেলা স্বাস্থ্য পদ্ধতি

উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স উপজেলা স্বাস্থ্য পদ্ধতির প্রথম আন্ত:বিভাগ সম্বলিত প্রতিষ্ঠান যেখান হতে প্রাথমিক ও দ্বিতীয় পর্যায়ের সেবাসমূহ প্রদান করা হয়। কার্যকর উপজেলা স্বাস্থ্য পদ্ধতি এর মাধ্যমে জনগন জেলার সাথে সংযুক্ত থাকবে। উপজেলা স্বাস্থ্য পদ্ধতি কেবলমাত্র অবকাঠামা বা সংগঠন নয়, বরং এটি কতগুলো কার্যাবলরি একটি গুচ্ছ যেখানে রয়েছে জনগণের সম্পৃক্ততা, সমন্বিত ও সার্বিক স্বাস্থ্য সেবা, আন্তবিভাগীয় সমন্বয় এবং শক্তিশালী “নিচ থেকে উপর” পরিকল্পনা, ও ব্যবস্থাপনা। সংগঠন এবং স্বাস্থ্য পদ্ধতির সার্বিক ব্যবস্থাপনা হবে উপজেলা কেন্দ্রিক-অর্থৎ স্বাস্থ্য খাতে অর্থায়ন, উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ব্যবহার, বেসরকারী খাতের সাথে সম্পকর্, সুশাসন ইত্যাদি উপজেলা স্বাস্থ্য পদ্ধতিকে ঘিরেই বাস্তবায়িত হবে। কোন নির্দিষ্ট এলাকার ও প্রতিষ্ঠান ভিত্তিক স্বাস্থ্য, জনসংখ্যা ও পুষ্টি সংক্রান্ত কার্যাবলী একক স্বাস্থ্য, জনসংখ্যা ও পুষ্টি পরিকল্পনার মাধ্যমে বাস্তবায়িত হবে। উপজেলা স্বাস্থ্য ব্যবস্থার সংগে প্রতিটি পর্যায়ের সরকারী সংস্থা সমূহ বিশেষত: স্থানীয় সরকার, বেসরকারী সংস্থা, ব্যক্তি মালিকানাধীন প্রতিষ্ঠানসমূহ, ইউনিয়ন স্বাস্থ্য প্রতিষ্ঠান ও কমিউনিটি ক্লিনিক এর সম্পর্ক গড়ে উঠবে। জেলা স্বাস্থ্য প্রশাসন, উপজেলা স্বাস্থ্য পদ্ধতি দেখভাল এর বিষয়ে গুরুত্বপূর্ণ ভ‚মিকা পালন করবে এবং জাতীয় বিকেন্দ্রীকরনের প্রক্রিয়ার সহযোগিতা প্রদান করবে।

কার্যাবলী

  • প্রাথমিক পর্যায়ের নবনির্মিত হাসপাতাল এবং ৩১-৫০ শয্যায় উন্নীত উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের জন্য প্রয়োজনীয় যন্ত্রপাতি এবং সরঞ্জামাদি সংগ্রহ ও সরবরাহ।
  • সেবা প্রদানকারীদের দক্ষতা বৃদ্ধি।
  • যথাযথ সরবরাহ (ঔষধ, যন্ত্রপাতি ও সরঞ্জামাদির কার্যকারিতার নিশ্চয়তা সহ) এবং স্বাস্থ্য প্রতিষ্ঠানসমূহের (উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স, ইউনিয়ন স্বাস্থ্য প্রতিষ্ঠান ও কমিউনিটি ক্লিনিক) অবকাঠামোগত উন্নয়ন।
  • উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে বয়স্ক রোগীদের প্রয়োজনীয় স্বাস্থ্য সেবা প্রাদান।
  • উপজেলা ও তদনিম্ন পর্যায়ের প্রতিষ্ঠানসমূহে লিংগ বিষয়ক নিরীক্ষা (জেন্ডার অডিটিং) পদ্ধতি নিশ্চিত করা।
  • উপজেলা ও তদনিন্ম পর্যায়ের স্বাস্থ্য প্রতিষ্ঠান সমূহে কিশোর কিশোরীদের স্বাস্থ্য সেবা গ্রহনে সহযোগিতা এবং বয়:সন্ধিকালীন স্বাস্থ্য সেবা মনিটরিং করা।
  • উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিরাপদ রক্ত সঞ্চালন কেন্দ্র প্রতিষ্ঠা করা।
  • এইচআইভি / যৌন বাহিত রোগ চিহ্নিত করনের অন্তর্ভূক্তি।
  • আর্সেনিকমুক্ত পানি প্রাপ্তির জন্য সোনো ফিল্টার সংগ্রহ ও বিতরণ।
  • “নিচ থেকে উপর” এ পদ্ধতিতে পরিকল্পনা, নীতিমালা ও ব্যবস্থাপনার উন্নয়নের মাধ্যমে উপজেলা স্বাস্থ্য পদ্ধতি শক্তিশালীকরণ ।
  • বিভিন্নপর্যায়ের স্বাস্থ্য প্রতিষ্ঠানের বহি:বিভাগ, অন্ত:বিভাগ, জরুরী বিভাগ ও গৃহশয্যার মাধ্যমে কার্যকর হাসপাতাল ব্যবস্থাপনা নিশ্চিতকরন।
  • বিভিন্নপর্যায়ের স্বাস্থ্য সেবার গুনগত মান নিশ্চিত করণের লক্ষ্যে কার্যকরী কাঠামোভুক্ত রেফারেল পদ্ধতি প্রতিষ্ঠা।
  • ৪৩০ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে কমিউনিটি ক্লিনিক প্রতিষ্ঠা।
  • উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের সকল কর্মকান্ড রাজস্ব বরাদ্দের আওতায় বাস্তবায়ন করতে হবে। অগ্রাধিকার ভিত্তিক কার্যক্রম সমূহের ক্ষেত্রে বারবার উদ্যোগ নেওয়া হবে।
  • ১০-২০ শয্যাবিশিষ্ট হাসপাতাল সমূহ পূর্ণাঙ্গভাবে কার্যকর করতে হবে।
  • উপজেলা স্বাস্থ্য পদ্ধতিকে আর ও বেগমান করার লক্ষ্যে স্থানীয় সম্পদ আহরনের প্রচেষ্টা চালাতে হবে।
  • সকল উপজেলা স্বাস্থ্য কমপ্লের্ক্সে জরুরী বিভাগ শক্তিশালীকরণ।
  • পর্যবেক্ষন ও মূল্যায়ন শক্তিশালীকরণ।
সর্বশেষ আপডেট: 2019-05-14 09:39:09