স্বাস্থ্য ফলাফল পরিমাপ

কমিউনিটি ক্লিনিক কর্মএলাকার সকল জনগনের স্বাস্থ্য (স্বাস্থ্য, পুষ্টি, পরিবার পরিকল্পনা) সেবা প্রদানের পূর্ন দায়িত্ব কমিউনিটি ক্লিনিকের। আর এ জন্য কর্মএলাকার সকল জনগনের তথ্যাদি সংগ্রহ এবং সেটি কমিউনিটি ক্লিনিকের প্রদত্ত সেবা সংক্রান্ত তথ্যাদির সাথে পরস্পর মিলিয়ে দেখতে হবে এবং স্বাস্থ্য ফলাফল পরিমাপের লক্ষ্যে এটি প্রতিবছর করতে হবে। প্রথম বছর এটি বেসলাইন হিসাবে বিবেচিত হবে। এ তথ্যাদি স্বাস্থ্য সেবা প্রাপ্তির সমতা ও সেবার যথাযথ ব্যবহার নিশ্চিতকরণে সহায়তা করবে।

কার্যাবলী

  1. খানা ভিত্তিক তথ্যাদি সংগ্রহের জন্য এমআইএস, স্বাস্থ্য অধিদপ্তর এর সহযোগিতায় একটি তথ্য সংগ্রহ ছক তৈরি করা।
  2. কমিউনিটি ক্লিনিকের সেবাদানকারীদের তথ্যাদি সংগ্রহের এ ছক, তথ্যাদি সংগ্রহ পদ্ধতি, তথ্যাদি সংকলন এবং এর বিশ্লেষন বিষয়ে প্রশিক্ষণ দিতে হবে।
  3. কমিউনিটি গ্রুপ ও কমিউনিটি সাপোর্ট গ্রুপ সদস্যদের এ বিষয়ে ধারনা দিতে হবে এবং তাদের মধ্যে খানা ভাগ করে দিতে হবে যাতে তারা ছক অনুযায়ী খানা ভিত্তিক তথ্যাদি সংগ্রহ করেন। স্থানীয় ব্যবস্থাপনায় বেসরকারী কোন সংস্থার স্বাস্থ্য কর্মী থাকলে তাদের সহযোগীতা ও নেয়া হবে।
  4. সংগৃহীত তথ্যাদি কমিউনিটি ক্লিনিকের ল্যাপটপে সন্নিবেশিত করে পরস্পর মিলিয়ে দেখতে হবে এবং সিবিএইচসি প্রধান কার্যালয়ে প্রেরণ করতে হবে।
  5. প্রতি বছর পূর্বনির্ধারিত সময়ে তথ্যাদি হালনাগাদ ও সংকলন করতে হবে।
  6. কমিউনিটি ক্লিনিক হতে প্রদত্ত সেবা সংক্রান্ত তথ্যাদি খানা ভিত্তিক তথ্যাদির সাথে মিলিয়ে দেখতে হবে যাতে সেবার প্রাপ্যতা ও ব্যবহারে সমতা নিশ্চিত হয়েছে কিনা এবং কোন সমস্যা থাকলে তা সমাধানে প্রয়োজনীয় পদক্ষেপ গ্রহন করতে হবে।
সর্বশেষ আপডেট: 2019-05-14 09:44:58